About Us
Welcome to Hatisala Aadarsha Sishu Bikash Kendra
হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্রে”র লক্ষ্যই হল উন্নতমানের শিক্ষাদান। যার সাহায্য করে একটি শিশুর সামাজিক ও মানসিক বিকাশের। শিশুদের সৃজনশীলতায় উৎসাহ দেওয়া, আত্মবিশ্বাস বৃদ্ধি করা, জ্ঞান শক্তির বিকাশ ঘটানো, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি আদর্শ শিশু বিকাশের অন্যতম লক্ষ্য।
32
Years of Experience
Why Choose Us?
গবেষণায় প্রাপ্ত শিশুদের অপরিহার্য উন্নয়নের গুরুত্বপূর্ণ সময় জীবনের প্রথম সাত বছর। এই সময় শিশুরা যেমন দ্রুত সবকিছুই শিখে নিতে পারে, আবার বিভিন্ন বিষয়ে নানা প্রশ্ন জাগে; যা মেধা ও মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের সঠিক পরিচালনাই একটি শিশুকে ভবিষ্যতে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হতে সাহায্য করে।
হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্রে শুধু পড়ায় না, এরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাহায্য করে, যেমন-বৃত্তি, নব পরিবর্তন ধারা, অঙ্কন, বিজ্ঞান বিভাগ, মেধা সন্ধান ইত্যাদি। এবং এরা রাজ্য ও জেলা স্তরের পুরস্কার প্রাপ্ত এলাকার একমাত্র বিদ্যালয়।
স্কুলে লেখাপড়ার সঙ্গে জড়িত বিভিন্ন আনুষঙ্গিক কার্যকলাপকে সহপাঠ্য কার্যক্রম হিসাবে সমান গুরুত্ব দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন রকমের ইনডোর, আউটডোর গেমস। তা ছাড়া কম্পিউটার প্রশিক্ষণের সুবিধা আছে। কবিতা, আবৃতি, নাটক, বিতর্ক, আলোচনা, সৃজনশীল লেখা, তাৎক্ষণিক বক্তৃতা, সংগীত, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের আত্মকর্ষণ ও আত্মিক শক্তি বিকাশের সহযোগিতা করা হয়।